ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্টসে নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
গার্মেন্টসে নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: সাভারের আশুলিয়ায় অবস্থিত রাইজিংটেক্স ফ্যাশন লি. কারখানা কর্তৃপক্ষ কর্তৃক নারী শ্রমিকদের যৌন হয়রানি ও বে-আইনিভাবে ৩২ জনকে ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধনে তারা এই প্রতিবাদ জানান।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি সাফিয়া পারভীন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, রাইজিংটেক্স ফ্যাশনে কর্মরত নারী শ্রমিকদের কর্তৃপক্ষ যৌন হয়রানিসহ বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছে। প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী গত ১৩ নভেম্বর নারী শ্রমিকদের যৌন হয়রানিসহ বিভিন্ন প্রকার নির্যাতনের চেষ্টা চালান। এনিয়ে কারখানার ট্রেড ইউনিয়নে রমজান আলীর বিচার দাবি করেন  সাধারণ শ্রমিকরা।

এরপর কর্তৃপক্ষ রমজান আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বে-আইনিভাবে ট্রেড ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকসহ মোট ৩২ জনকে চাকরিচ্যুত করে।

বক্তারা আরও বলেন, কর্তৃপক্ষ কারখানায় শ্রমিকদেরকে বহিরাগতদের দিয়ে ভয়ভীতি দেখানো, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি না দেওয়া, শ্রমিকদের জোরপূর্বক ওভারটাইম করানোসহ করোনা ভাইরাস আইনের বিধিনিষেধ উপেক্ষা করেছে।  

এ অবস্থায় অবিলম্বে নারী শ্রমিকদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা রমজান আলীকে শাস্তির  আওতায় আনার দাবি জানান শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।