ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতি মানিকের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
বিচারপতি মানিকের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাবেক এই বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. নূর নবী মিয়া মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, কোনো দুষ্কৃতী ব্যক্তি বা মহল বিচারপতির নামে (শামসুদ্দিন চৌধুরী মানিক) উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ফেসবুক প্রোফাইল অপারেট করছে।

শামসুদ্দিন চৌধুরীর ফেসবুক আইডি নেই উল্লেখ করে জিডিতে আরও বলা হয়, বিচারপতির ব্যক্তিগত নামে ফেসবুক প্রোফাইল/পেজ/গ্রুপসহ কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলেননি এবং  বিচারপতির পক্ষ থেকে তার অনুমোদনক্রমে কোনো ধরনের অ্যাকাউন্ট নাই এবং কখনো ছিল না।

জিডিতে আরও বলা হয়, গত ২ নভেম্বর বিচারপতির ওপর কিছু দুষ্কৃতী আক্রমণ চালায়। এ বিষয়ে পল্টন থানায় করা মামলা তদন্তনাধীন রয়েছে। তিনি মনে করেন দুটি ঘটনার মধ্যে যোগসাজশ থাকতে পারে। তাই অপকর্মকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় নিয়া আনা অপরিহার্য।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।