ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ, গ্রেফতার ১

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাসির হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাসির উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা-মা বরিশাল যান। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় অভিযুক্ত নাসিরও তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। পরে তিন বোন অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয়।

পরে বিষয়টি বুঝতে পেরে এক বোন নলছিটি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নাসিরকে গ্রেফতার করে থানায় নেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ভূক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।