ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাজিরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
জাজিরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  জনি মাদবর

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় জনি মাদবর (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে জাজিরার কাজীর হাট বন্দর সংলগ্ন ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনি মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিকনগর এলাকার সেরাজুল মাদবরের ছেলে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে জাজিরার কাজির হাট বন্দর থেকে যাওয়ার পথে ক্লাব মোড় এলাকায় মোটরসাইকেলের আরোহী জনি মাদবর মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে।  

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।