ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির অভিযানে শতাধিক ‘অবৈধ’ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
ডিএনসিসির অভিযানে শতাধিক ‘অবৈধ’ দোকান উচ্ছেদ

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানীর ৩৪ নম্বর ওয়ার্ডের রায়ের বাজার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে প্রায় ১০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রথমবার ২০০৬ ও দ্বিতীয়বার ২০১৯ সালে ঘোষিত পরিত্যক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা এদিন উচ্ছেদ করা হয়। দ্বিতীয়তলায় অনুমোদনবিহীন বাড়িতে অংশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয়তলায় যাওয়ার জন্য নির্মিত র‍্যাম্পটিও ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত এদিন উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু শেড বিক্রি করে। পরিত্যক্ত ভবনটিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তাও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।

বাংলাদেশ সময়: ২৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।