ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাকায় ওড়না পেচিয়ে ভ্যান থেকে পড়ে প্রাণ গেল চম্পার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
চাকায় ওড়না পেচিয়ে ভ্যান থেকে পড়ে প্রাণ গেল চম্পার

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মর্ডান মোড় নতুন ব্রিজ এলাকায় চাকায় ওড়না পেচিয়ে ভ্যান থেকে পড়ে চম্পা খাতুন (৪৫) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মন্ডলের মেয়ে।

জানা গেছে, জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে শহরের মডার্ন মোড় নতুন ব্রিজ এলাকায় আসলে তার উড়না ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন চম্পা খাতুন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমার কাছে এখনো কোনো খবর আসেনি। এমন খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

বাংরাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।