ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে ২ ওষুধের দোকান আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
বাহুবলে ২ ওষুধের দোকান আগুনে পুড়ে ছাই

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে অগ্নিকাণ্ডে দুইটি ওষুধের দোকান (ফার্মেসী) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, ডুবাঐ বাজারে নয়ন দাশ ও রানু দাসের দুইটি ওষুধের দোকান পাশাপাশি অবস্থিত। রাতে রানু দাশের মা ফার্মেসীতে আগুন দেখা যায়। পরে নয়ন দাসের মা মনি ফার্মেসীতেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাস জানান, ওষুধের দোকানের পেছনে কম্পিউটার যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দুটি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।