ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিনি স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ করার পরিকল্পনা রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
মিনি স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ করার পরিকল্পনা রয়েছে

মাদারীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, 'খেলাধুলায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে দাদা ভাই স্মৃতি সংসদ আয়োজিত এক প্রীতি ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।  

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।  

দাদা ভাই স্মৃতি সংসদের সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে দাদাভাই স্মৃতি সংসদ এই খেলার আয়োজন করে। দাদাভাই স্মৃতি সংসদ ও বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দাদাভাই স্মৃতি সংসদ ৪-০ গোলে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ছেলে-মেয়েদের খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছে। '

এসময় আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।