ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৪ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
মানিকগঞ্জে ৪ মাদকবিক্রেতা আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুই উপজেলায় পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

আটকরা হলেন- সদর উপজেলার সেওতা এলাকার রমজান আলীর ছেলে শাহ আলম (৩০), সাটুরিয়া উপজেলার ছনকা এলাকার খোরশেদ আলমের ছেলে শাহজাহান (৪৬), হরিরামপুর উপজেলার ঘুনিগালা এলাকার সাইফুর রহমানের ছেলে আব্দুল জব্বার (২৬) ও কলতা বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে আজাদ (২৫)।

ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।