ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে ১০ লাখ টাকার বিদেশি ওষুধসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
চকবাজারে ১০ লাখ টাকার বিদেশি ওষুধসহ যুবক আটক 

ঢাকা: রাজধানীতে নিষিদ্ধ বিদেশি ওষুধসহ সজল বর্মন (২৮) নামে এক ওষুধ কালোবাজারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর চকবাজার মডেল থানার ইমামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে ৪ লাখ ৯২ হাজার ২৫৩ পিস নিষিদ্ধ বিদেশি ওষধু জব্দ করা হয়।  

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজার মডেল থানার ইমামগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে  প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৯২ হাজার ২৫৩ পিস নিষিদ্ধ বিদেশি ওষধুসহ এক কালোবাজারি চক্রের ওই সদস্যকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি একজন পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে চকবাজারসহ রাজধানীর বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। আসামি সজলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।