ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আরও দুই বছর পররাষ্ট্রসচিব থাকছেন মাসুদ বিন মোমেন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আরও দুই বছর পররাষ্ট্রসচিব থাকছেন মাসুদ বিন মোমেন

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি এবং এই সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দিয়ে বুধবার (১৬ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার নিয়োগ কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২ 

এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।