ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশ্রয়হীনদের লাল-সবুজের ঘর বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ 

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আশ্রয়হীনদের লাল-সবুজের ঘর বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ 

সুনামগঞ্জ: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানুষের অধিকার রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে, শেখ হাসিনাকে ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের বুকে এখন রোল মডেল।

তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে।  

নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের সব আশ্রয়হীন মানুষকে লাল সবুজের ঘর বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নেতৃত্বে আছেন বলেই বাংলাদেশের মানুষ আজ শান্তিতে বাঁচতে পারছে। মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ বাঁচবে, না হলে বিএনপি-জামায়াত সব শেষ করে দেবে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।