ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ সচেতনতায় পুনাকের র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
পরিবেশ সচেতনতায় পুনাকের র‌্যালি পরিবেশ সচেতনতায় পুনাকের র‌্যালি

ঢাকা: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পরিবেশ সচেতনতায় এগিয়ে এসেছে। তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘প্লাস্টিক, পলিথিন বর্জন করি: পরিবেশবান্ধব জীবন গড়ি’ শীর্ষক এক র‌্যালির আয়োজন করেছে।

বুধবার (১৬ নভেম্বর) এ র‌্যালির আয়োজন করা হয়।

পুনাক সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন।

এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য পরিবেশ সংরক্ষণে সচেতন থাকতে হবে।

পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমীন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা র‌্যালি শুরুর আগে বক্তব্য দেন।

এ র‌্যালি রাজধানীর রমনা এলাকার পুনাক ভবন থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাবে এসে ইউটার্ণ করে ডিবি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পুনাক নেতৃরা, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেছেন র‌্যালিতে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।