ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির সা. সম্পাদক সনেট

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির সা. সম্পাদক সনেট জহুরুল হক জহির (সভাপতি) ও শামসুল ইসলাম সনেট (সাধারণ সম্পাদক)

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (২০২২-২৪) কার্যকরী মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্প্রতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কোনাখোলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক জহুরুল হক জহিরকে সভাপতি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও মাই টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি শামসুল ইসলাম সনেটকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- রানা আহমেদ (সহ-সভাপতি) মাসুম পারভেজ (যুগ্ম সাধারণ সম্পাদক), আরিফুল ইসলাম (কোষাধ্যক্ষ), বিজয় ইসলাম রাসেল (সাংগঠনিক সম্পাদক), সোহাগ খান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), এনামুল হাসান (দপ্তর সম্পাদক)।  

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মজিবুর রহমান, মোহাম্মদ সাঈদ,বশির আহমেদ, সজিব হোসেন ও শিপন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।