ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
দিনাজপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর: সারাদেশের মতো দিনাজপুরেও অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলার ১৩টি উপজেলায় এ অভিযান চলবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের পুলহাট এলএসডি গুদামে এ অভিযানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভাচ্যুয়ালী যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, দিনাজপুরের খাদ্য কমকর্তা কামাল হোসেন, সদর উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) সাথি দাস, সদর উপজেলা খাদ্য কমকর্তা বিপ্লব কুমার সিংহ ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন।

জানা গেছে, চলতি বছর ১৪ হাজার ৪১৭ মেট্রিক টন ধান ও ৪৭ হাজার ৬৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল জেলার ১৩ টি উপজেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।