ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঈমান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈমান আলী দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোনায়েম হোসেন জানান, ঈমান আলী সকালে আব্দুল করিম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার কাজ তদারকি করতে গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকদের সঙেগ্ কথা বলছিলেন। এসময় তিনি হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনায় যাওয়ার পথে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।