ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন-বিস্তারে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
বরিশালে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন-বিস্তারে কর্মশালা

বরিশাল: বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চাষকৃত গুরুত্বপূর্ণ ফল, পান, সুপারি ও ডাল ফসলের পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচির সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রহমতপুর হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুণ্ডুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক, মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।

বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারসহ অন্যানরা।

কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে গত ৩ বছর ধরে চলমান এই কর্মসূচির নানা দিক নিয়ে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, বালাইনাশক বিক্রয় প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।