ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে তক্ষকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
নানিয়ারচরে তক্ষকসহ আটক ১

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় তক্ষকসহ নিজাম উদ্দীন হাওলাদার (৬২) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

আটক নিজাম উদ্দীন বরিশালের তালতলী উপজেলার অংকুজাপাড়া গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে।

ওসি সুজন হালদার বাংলানিউজকে বলেন, উপজেলার বুড়িঘাটে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে তক্ষক বেচাকেনার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন নিজাম উদ্দিন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এরপর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম উদ্দিন স্বীকার করেন যে, চক্রটির সঙ্গে বুড়িঘাটের নুরু মিয়ার ছেলে সোহেল (২৫) ও আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মনিরসহ (২৫) আরও ৬-৭ জন জড়িত আছে।

ওসি আরও বলেন, উদ্ধার করা তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে নানিয়ারচর থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।