ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরুণীর নাম ইলমা আক্তার (১৯)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামপুর গ্রামে। তার বাবার নাম মামুনুর রশিদ। তরুণীর সঙ্গে থাকা একটি ডায়েরিতে থাকা জন্ম সনদে এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া সঙ্গে পাওয়া গেছে স্থানীয় কাউতলী এলাকার জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসার একটি প্রবেশপত্র। এতে প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, ওই নারী প্ল্যাটফর্মে বসা ছিল। ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি দৌড়ে ট্রেনের সামনে চলে যান। এ সময় স্টেশনের মানুষজন চিৎকার করে ওঠে। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটে, তাকে বাঁচানোর কোনো সময় পাননি স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরা।  

ইনচার্জ শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।