ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

পরে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- জয়পুরহাট শহরের শান্তি নগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিদুল ইসলাম রাজিব, সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ার আবু খায়েরের ছেলে শামীম হোসেন, হিচমী বাজার এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে শাফিকুল ইসলাম ও জয়পুরহাট শহরের তাজুর মোড়ের হুমায়ন কবিরের ছেলে নূর মোহাম্মদ টিটু।

মামলার বাদী জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আমীন জানান, শুক্রবার রাতে জয়পুরহাট শহরের শান্তি নগর মহল্লায় রাজিবের বাড়িতে ৩০-৩৫ জন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় গোপন সভা করছিলেন। সেখানে রাজীব, আমিনুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোক্তাদুল ইসলাম আদনান, শামীম হোসেন, নূর মোহাম্মদ টিটু, শাফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ চারজনকে গ্রেফতার করে। পরে বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।