ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় এসেছে আসামের আইনসভার প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ঢাকায় এসেছে আসামের আইনসভার প্রতিনিধি দল

ঢাকা: বাংলাদেশ সফরে এসেছে ভারতের আসামের আইনসভার একটি প্রতিনিধি দল ৷ এ দলের নেতৃত্বে রয়েছেন আসাম আইনসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি ৷

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আসামের ৩৫ সদস্যের এ সংসদীয় প্রতিনিধি দলটি সড়কপথে ঢাকায় এসে পৌঁছায় ৷

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আসামের প্রতিনিধি দলটিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসকে/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।