ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকাসহ র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ফেনীতে আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকাসহ র‌্যালি ছবি: বাংলানিউজ

ফেনী: বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে দুই হাজার ২২ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। র‌্যালিতে ঘোষণা করা হয়েছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র‍্যালির আয়োজন করা হবে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াবদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থক অংশ নেন।

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। আগামী ২২ তারিখ থেকে আর্জেন্টিনার খেলা শুরু। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ র‌্যালীর আয়োজন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, ১৯ নভেম্বর ২০২২
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।