ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তিকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অহেতুক মূল্যবৃদ্ধি রোধে বাজার তদারকি অভিযানে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককেও জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানোর সময় শালবাহান হাট এলাকায় তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি অভিযান চালানো হয়। শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান হাটে ইউনিয়ন পরিষদ কর্তৃক আইনানুগভাবে ধার্যকৃত কর (ট্রেড লাইসেন্স ও পেশা) ফাঁকি দেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৯৮(১) মোতাবেক দুইজন ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুই ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সোহাগ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, প্রতিনিয়ত আমরা বাজার তদারকি অভিযান চালিয়ে আসছি। সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। দুইজন অসাধু ব্যবসায়ী আইন না মানায় এবং রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় দুজন হেলমেট ব্যবহার না করায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।