ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুর সীমান্তে মাটির নিচ থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
শাহজাদপুর সীমান্তে মাটির নিচ থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকায় মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ ক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে গতিরোধ করতে বলা হলে তারা কৌশলে পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে মরিচ ক্ষেতের মধ্যে মাটির নিচ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।