ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জয়পুরহাট: জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার পানিতে ছিটকে পড়ে মৃত্যুর শিকার হয়েছেন রবিউল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক।  

রোববার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার হানাইল-পাঁচুরচক সড়কের গোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল ইসলাম সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার বোনকে পাচুরচক গ্রামে পৌঁছে দেন। সেখান থেকে ফেরার পথেই পাচুরচক-হানাইল সড়কের গোল নামক এলাকায় হঠাৎ করেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে একটি ডোবার পানিতে ছিটকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ আল মাজবা তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা শামসুল আলম।

বাংলাদেশ সময় ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসআইএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।