ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে বিয়ের ১২ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
লাখাইয়ে বিয়ের ১২ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিয়ের মাত্র ১২ দিনের মাথায় আত্মহত্যা করেছে এক নবদম্পতির। স্বামী-স্ত্রী একসঙ্গে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

এমনটি জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় লাখাই থানা পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৬০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার খলিল মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪) ও লাখাই উপজেলার স্বজনগ্রামের সঞ্জব আলীর মেয়ে তানিয়া আক্তার (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে জানান, হৃদয় ও তানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ১২ দিন আগে হৃদয় তানিয়াদের বাড়িতে এসে তাকে বিয়ে করে সেখানেই থেকে যায়। কিন্তু পরবর্তীতে তানিয়ার অভিভাবকরা জানতে পারেন মিটামইনে হৃদয়ের আরেক স্ত্রী রয়েছেন। এনিয়ে হদয়ের সঙ্গে তানিয়ার পরিবারের ঝগড়া হয়। এর জেরে রোববার রাতে তানিয়া ও হৃদয় ইঁদুরের বিষ খেয়ে ছটফট করতে থাকেন।

পরে তাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।