ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারীতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ভূরুঙ্গামারীতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার চরবলদিয়ার কালীরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরবলদিয়া এলাকার কালীরহাটের আজিজুল হকের বাড়ি থেকে গত কয়েকদিন আগে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এ বিষয়ে আজিজুল তার ভাই ফজল হকের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করলে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সকালে আজিজুল নিজ বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে গেলে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের বিষয় নিয়ে ফজলের পরিবারের সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা আজিজুলকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।