ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক খান আর নেই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক খান আর নেই

নবাবগঞ্জ ( ঢাকা ): দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক খান বাদল (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামের মৃত তোজাম্মেল হক খানের বড় ছেলে ছিলেন।

  দোহার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

মাহবুবুল হক খান বাদল দীর্ঘ দিন যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দুই মাস যাবত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ( ২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন।

এদিন দুপুর ১২ টায় নবাবগঞ্জ সদর শহীদ মিনার চত্বরে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ যোহর দ্বিতীয় জানাযা শেষে আলগীচর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মাহবুবুল হক খান বাদলের মৃত্যুতে সোমবার দুপুর দেড়টায় সাংবাদিকরা নবাবগঞ্জ প্রেসক্লাবে তার স্মৃতি চারণে একটি আলোচনা সভা করেন।

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  সভায় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,  ২১ নভেম্বর, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।