ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

লোকাল জার্সিকে অ্যাডিডাসের বলে বিক্রি, ইজিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
লোকাল জার্সিকে  অ্যাডিডাসের বলে বিক্রি, ইজিকে জরিমানা

হবিগঞ্জ: দেশজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পোশাকের দোকানগুলোতেও চলছে জমজমাট জার্সি বিক্রি। সে সুযোগে লোকাল জার্সিকে জার্মানির আডিডাস ব্র্যান্ডের তৈরি বলে বিক্রির অভিযোগে ইজি ফ্যাশনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কালিবাড়ী রোড এলাকার ইজি ফ্যাশনের শো-রুমকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, ইজি ফ্যাশনে লোকাল জার্সিকে বিদেশি ফুটবল দলের আমদানিকৃত জার্সি বলে বিক্রি করা হচ্ছিল। লোকাল জার্সিগুলোকে তারা জার্মানির অ্যাডিডাস ব্র্যান্ডের বলে চালিয়ে দিচ্ছিলেন। তবে ভ্রাম্যমাণ আদালতকে তারা আমদানির কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের প্রতিটি জার্সির মূল্য নেওয়া হচ্ছিল ৯৫০ টাকা। এ ছাড়া আরও কয়েকটি অভিযোগে ইজি ফ্যাশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।