ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার উদ্ধার করা ইয়াবা

বান্দরবান: বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৩ নভেম্বর) রাতে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের সিলেটি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হাসান (২৭) নামে এক কারবারি ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হাসান একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধার করা ইয়াবা রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে হাসানকে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০২৪, নভেম্বর ২৪, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।