ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে আম বাগানে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
গোমস্তাপুরে আম বাগানে ঝুলছিল যুবকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আরিফুল ইসলাম (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার ছাইতুনতলা এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার নামোটোলা গ্রামের চারুলের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীর ওপর অভিমান করে ছাইতুনতলা নামক স্থানে পলাশের আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরিফুল।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ওই এলাকার একটি আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।