ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
কাশিমপুর কারাগারে বন্দি হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

নিহত হলেন- মুন্সিগঞ্জের টংগীবাড়ি থানার বরুন্দা এলাকার মৃত শফিক উদ্দিনের ছেলে শাওন মাহমুদ রতন (৩৯)। তার হাজতি নং-১৬৬১/২২।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে হাজতি শাওন মাহমুদ রতন বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাজতি শাওন মাহমুদ রতন মারা যায়। তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় ৩টি মামলা রয়েছে।  

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।