ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে ভুট্টা ক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
ঘোড়াঘাটে ভুট্টা ক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইসমাইল (৩২) নামে এক যবুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার লালমাটি (চককাঁঠাল) এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইসমাইল উপজেলার ঋষিঘাট এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হোসেন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল ঢাকায় কাজ করতেন। নেশায় আসক্ত ছিলেন তিনি। গত দুই দিন আগে সে ঢাকা থেকে নিজ বাড়ি ঘোড়াঘাটে আসে। গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে সে তার ফুফু শাশুড়িকে বলে, ‘আমি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছি। সকালে এসে তোমরা আমার লাশ নিয়ে যেয়েও। ’ এরপর থেকে তার স্বজনরা তাকে খোঁজখুঁজি শুরু করে। পরে আজ সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।  

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।