ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিক সাইদুল ইসলাম (৪০) ময়মনসিংহের তারাকান্দা থানার মিতারশি এলাকার হাছেন আলীর ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া জানান, টঙ্গী এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন সাইদুল ইসলাম। সকালে তিনি টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনের মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। এক পর্যায়ে মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সাইদুল ইসলাম মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪, নভেম্বর ২৭, ২০২২।  
আরএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।