ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৬ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সিদ্দিকুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
৬ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সিদ্দিকুরের সিদ্দিকুর রহমান প্যাদা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় মালামাল বিক্রি করতে বের হয়ে ৬ দিনেও বাড়িতে ফিরেননি সিদ্দিকুর রহমান প্যাদা নামের এক ব্যবসায়ী।

নিখোঁজ সিদ্দিকুর ওই উপজেলার বাটাজোর গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে।

তিনি অটোভ্যানে করে কাঁচামালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করতেন বলে জানিয়েছেন তার পরিবার।

এ ঘটনায় রোববার (২৭ নভেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বেবি বেগম।

নিখোঁজ সিদ্দিকুরের স্ত্রী বেবি বেগম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল আটটার দিকে ভ্যানবোঝাই মালামাল নিয়ে বিক্রির জন্য বাড়ি থেকে বের হন তার স্বামী সিদ্দিকুর। বিক্রি শেষে মোকাম থেকে মালামাল ক্রয় করে ওইদিন রাতে বাড়ি ফেরার কথা ছিল সিদ্দিকুরের। কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরেননি তিনি। এমনকি সিদ্দিকুরের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ আছে। তিনি ফিরে না আসায় পুরো পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে জানান নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।