ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জামালপুরে জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

জামালপুর: জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা।

এসময় জেলার নেতারা সোমবারের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।