ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
কুমিল্লায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লা: হত্যার ১৭ বছর পর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার।  

মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) ও মো. কাশেমের ছেলে হানিফ (৪৩)। রায় ঘোষণার সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৫ সালে কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে যান। পরে সন্ধ্যা নাগাদ না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে কাঁঠালিয়া নদীতে তার মরদেহ পায় স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন মনিরের বাবা। ২০০৬ সালে মামলায় চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধের জেরে মনিরকে হত্যা করেছে তারা। অবশেষে রোববার (২৭ নভেম্বর) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

মামলার আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার বলেন, ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।