ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহে ফুলপুরে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. সদর আলী নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 গত ১৯ অক্টোবর সকালে জেলার ফুলপুর উপজেলার পয়ারী প্রথম খণ্ড গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল এক শিশু। এ সময় প্রতিবেশী মো. সদর আলী শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে।

এরপর টানা প্রায় এক মাস শিশুটির চিকিৎসা শেষে শনিবার (২৬ নভেম্বর) রাতে ফুলপুর থানায় মামলা করা হলে গ্রেফতার হয় অভিযুক্ত সদর আলী। অভিযুক্ত সদর আলী স্থানীয় মৃত ইন্তাজ আলীর ছেলে।

ফুলপুর থানার ওসি জানান, এ ঘটনার পর শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে টানা এক মাস তার চিকিৎসা শেষে মা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে মামলার পর অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যেতে চাইলে স্থানীয় পায়ারী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।