ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ষাঁড়ের হামলায় সাবেক এমপি বদি আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ষাঁড়ের হামলায় সাবেক এমপি বদি আহত

কক্সবাজার: এবার ষাঁড়ের গুঁতো খেয়ে ও পদপিষ্ট হয়ে আহত হলেন কক্সবাজার-৪ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রোববার (২৭ নভেম্বর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোড সংলগ্ন সমুদ্র সৈকতে লড়াইরত ষাড়ের আঘাতে আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'স্থানীয় দুই যুবক ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। সে সময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় ষাঁড়ের পায়ে পিষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন। '

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসবি/এনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।