ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকে অপর একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেওয়ায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) ভোরের দিকে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- পাথর বোঝাই ওই ট্রাকের চালক কুষ্টিয়া কুমারখালি উপজেলার বাঁশআড়া এলাকার সিরাজ শেখের ছেলে শিলন মিয়া (৪০) এবং হেলপার একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২২)।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজ্জাফর রহমান বাংলানিউজকে জানান, পঞ্চগড় থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শিলন মিয়া ও সাইফুল ইসলাম। পথে গাইবান্ধা মোড় এলাকায় একটি বালু বোঝাই ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই হেলপার সাইফুলের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় চালক শিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।