ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
নবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের আব্দুল ওয়াছেক মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন মাদরাসার আলেম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক মো. বাহাউদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।