ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সজীব মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে নিহত সজীব মিয়ার বড় বোন মরিয়ম বেগম বাংলানিউজকে এ তথ্য জানান।

 

এর আগে, রোববার (২৭ নভেম্বর) দিনগত রাতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মিয়ার মৃত্যু হয়।  

নিহত সজীব কিশোরগঞ্জের নিকলী উপজেলার শাহাপুর-মাইজহাটি এলাকার বাবুল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় ৬ বছর আগে সৌদি আরবে যান সজীব মিয়া। সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। কিছু দিনের মধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসার কথা ছিল তার। কয়েকদিন আগে কাজ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৭ নভেম্বর) দিনগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মৃত্যুর বিষয়টি দেশের বাড়িতে জানানো হয়।   

এদিকে সজীব মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।  

পরিবারের পক্ষ থেকে সজীব মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।