ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ফরিদপুরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ 

ফরিদপুর: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কার পেল দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) ফরিদপুর ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা।

তিনি আরও বলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার পক্ষে আমি নিজে (রিজভী জামান) পুরস্কার গ্রহণ করি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।