ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চ ধর্মঘটে বাসের সুদিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
লঞ্চ ধর্মঘটে বাসের সুদিন লঞ্চ ধর্মঘটে বাসের সুদিন

বরগুনা: দশ দফা দাবিতে নৌ-শ্রমিকদের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন চলছে। এতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব ধরনের যাত্রীবাহী নৌযান।

উপায় না পেয়ে যাত্রীরা ভিড় করছেন বাসস্ট্যান্ডগুলোতে। এতে করে সুদিন ফিরেছে পরিবহন সংশ্লিষ্টদের।

সোমবার ( ২৮ নভেম্বর) সকাল থেকে বরগুনা নদী বন্দরে যাত্রীরা ভিড় করতে থাকলেও ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী নৌযান।

এর আগে, শনিবার দিনগত রাত ১২টা থেকে দশ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ ধর্মঘটের ডাক দেয়।

এদিকে নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন করতে না পারায় সড়ক পথে বাস ও নানা পরিবহনকেই বেছে নিয়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। আর এতে করে বাস ও অন্যান্য পরিবহনের কদর বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাড়াও।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।