ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সখিপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
সখিপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ৮ কেজি গাঁজাসহ হযরত আলী মোল্লা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (২৭ নভেম্বর) বিকালে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দি খেয়া ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত হয়রত আলী মোল্লা কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিক কান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রোববার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দি খেয়া ঘাট থেকে সখিপুর থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।  

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।