ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় প্রশান্ত হাজরা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তালপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের বাহাদিনপুর গ্রামের মৃত বজেন্দ্রনাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে নওহাটা থেকে কাঠবোঝাই একটি ভ্যান মান্দা উপজেলার সতীহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটিতে অতিরিক্ত লোড থাকায় তালপুকুর এলাকায় ভ্যানটির এক্সেল ভেঙে রাস্তায় পড়ে গেলে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেল ভ্যানটির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী প্রশান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।