ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা নবাবগঞ্জের জয়নগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, গালিমপুর মৌজার জয়নগর এলাকায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের সরকারি জায়গার ওপর ও পার্শ্ববর্তী ইছামতি নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণসহ ক্লাবঘর, দোকানপাট তৈরি করে স্থানীয় জাহাঙ্গীরসহ অনকেই। অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া আজিম, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।