ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে না.গঞ্জে আনন্দ মিছিল, আতশবাজি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে না.গঞ্জে আনন্দ মিছিল, আতশবাজি

নারায়ণগঞ্জ: কাতারে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় শহরজুড়ে আতশবাজি ও আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জের ব্রাজিল সমর্থকরা।

সোমবার (২৮ নভেম্বর) রাতে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে জয়ের পর ব্রাজিল সমর্থকরা আনন্দে মেতে ওঠেন।

এসময় আনন্দ মিছিল বের করার পাশাপাশি শহরজুড়ে আতশবাজি ফোটায় ব্রাজিল সমর্থকরা।

এর আগে খেলা শুরুর আগে থেকেই শহরের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট লা ভিস্তায় খেলা দেখানোর আয়োজন করা হয়। এতে পুরো রুফ দর্শক দিয়ে পূর্ণ হয়ে যায়। একইভাবে শহরের বিভিন্ন মাঠ ও এলাকাগুলোর মোড়ে মোড়ে প্রোজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।