ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১২ ঘণ্টা পর স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
১২ ঘণ্টা পর স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্পিনিং মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বলেন, ভবানীপুর এলাকায় শামিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে আরও সময় লাগবে।

তিনি বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৯, নভেম্বর ২৯, ২০২২
আরএস/জেডএ

আগের নিউজ- গাজীপুরে স্পিনিং মিলের তুলার গুদামে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।