ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদী, বারপাইকা, আস্কর সংলগ্ন বিল ও খালে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, যৌথ অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল
জব্দ করা হয়।

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।